111111111111111111

111111111111111111

জাতীয়

111111111111111111 111111111111111111

বাঁকুড়া ১ নম্বর ব্লকের জগদল্লা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মানুষমুড়া গ্রাম। এখানে ১২০টি পরিবারের বাস। কৃষক ও খেতমজুররাই এই গ্রামে বাস করেন। কৃষি নির্ভর গ্রাম।            
গ্রামে একদিকে বৃষ্টির অভাবে ফসল নষ্ট হচ্ছে, কোনও সেচের ব্যবস্থা নেই গ্রামে। রয়েছে পানীয় জলের তীব্র সঙ্কট। গ্রামে ৮টি টিউবওয়েল থাকলেও তার জল খাওয়া যায় না। জলে অতিরিক্ত মাত্রায় আয়রন।            
সজলধারার নলবাহিত জলের ব্যবস্থা থাকলেও ৪-৭ দিন বাদে বাদে জল আসে। সকাল থেকে মানুষজন কলের সামনে বালতি হাঁড়ি পেতে রাখেন। কখন জল আসবে কেউ জানে না।            
অগত্যা গ্রামের মাল ও বাউরি পাড়ার বাসিন্দাদের গ্রামের একটি জোড় বা খাল এলাকার বালি খুঁড়তে হয় জল পেতে। সেই জলই এরা পান করেন, স্নানও করেন। পঞ্চায়েতকে বারে জানানো সত্ত্বেও কোনও কাজ হয়নি। সমস্ত পুকুর শুকিয়ে গেছে গ্রামে। মানুষ এই তীব্রdsfdsfsdf গরমে স্নানও করতে পারছেন না।

১৯টি স্কুল সহ ১১টি স্থানে নানান সংগঠনের ব্যানারে বিক্ষোভ প্রতিবাদ মিছিল হয় পশ্চিম মেদিনীপুর জেলায়। শতশত মানুষের অংশ গ্রহণে প্রতিটি বিক্ষোভ মিছিল প্রতিবাদী চেহারায় উত্তাল। দাবি উঠেছে ব্যর্থতার দায় স্বীকার করে পুলিশ মন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। ঘাটাল শহরে দুপুরে শিক্ষকদের ধিক্কার মিছিল সহ আর জি কর মেডিকেলে ঘটনার বিচার চাওয়া হয়। বিকালে ঘাটাল কলেজের প্রাক্তনীদের আহ্বানে প্রতিবাদ মিছিলে হাজার হাজার মানুষ শামিল হন। ঘাটাল শহরের রাজপথ বিক্ষোভকারীদের দখলে চলে গিয়ে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে যায়। শামিল হেন ঘাটাল কলেজের প্রাক্তনী বহু শিক্ষক, অধ্যাপক, চিকিৎসক, নার্স সহ পুলিশ বিভাগে চাকরি করেন এমন অনেকে। এমনকি সরকারি দপ্তর সহ পঞ্চায়েত দপ্তরে চাকরি করেন, এমন অনেকে শামিল হন। স্কুল কর্তৃপক্ষ প্রতিবাদ মিছিলের অনুমতি দেবে না বলেছিল। কে শোনে কার কথা। ছাত্র ছাত্রীরা এককাট্টা তারা জানিয়েছিল আর জি করের ঘটনার প্রতিবাদ করবে। অনেক অনুরোধ সত্ত্বেও যখন স্কুল কর্তৃপক্ষের অনুমতি পাওয়া যায়নি শেষমেশ স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ মিছিল করল ছাত্রছাত্রীরা। শনিবার এমন চিত্র ময়না থানার দক্ষিণ আনুখা মোক্ষদা বিদ্যাভবনের। বিচার চেয়ে মিছিল হলো রায়গঞ্জে। হাজার হাজার মানুষ পুলিশের ঘেরাটোপকে উপেক্ষা করেও স্তব্ধ করে দেয় রায়গঞ্জ শহর। দ্বিতীয় দফার রাত জাগানো আন্দোলনের ঢেঊ। রাত তখন সাড়ে ১০ টার কাছাকাছি, জমায়েত হলো রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে। সেখান থেকেই এগিয়ে চলে বিচারের দাবিতে মিছিল। স্কুল কর্তৃপক্ষ প্রতিবাদ মিছিলের অনুমতি দেবে না বলেছিল। কে শোনে কার কথা। ছাত্র ছাত্রীরা এককাট্টা তারা জানিয়েছিল আর জি করের ঘটনার প্রতিবাদ করবে। অনেক অনুরোধ সত্ত্বেও যখন স্কুল কর্তৃপক্ষের অনুমতি পাওয়া যায়নি শেষমেশ স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ মিছিল করল ছাত্রছাত্রীরা। শনিবার এমন চিত্র ময়না থানার দক্ষিণ আনুখা মোক্ষদা বিদ্যাভবনের। বিচার চেয়ে মিছিল হলো রায়গঞ্জে। হাজার হাজার মানুষ পুলিশের ঘেরাটোপকে উপেক্ষা করেও স্তব্ধ করে দেয় রায়গঞ্জ শহর। দ্বিতীয় দফার রাত জাগানো আন্দোলনের ঢেঊ। রাত তখন সাড়ে ১০ টার কাছাকাছি, জমায়েত হলো রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে। সেখান থেকেই এগিয়ে চলে বিচারের দাবিতে মিছিল।

 স্কুল কর্তৃপক্ষ প্রতিবাদ মিছিলের অনুমতি দেবে না বলেছিল। কে শোনে কার কথা। ছাত্র ছাত্রীরা এককাট্টা তারা জানিয়েছিল আর জি করের ঘটনার প্রতিবাদ করবে। অনেক অনুরোধ সত্ত্বেও যখন স্কুল কর্তৃপক্ষের অনুমতি পাওয়া যায়নি শেষমেশ স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ মিছিল করল ছাত্রছাত্রীরা। শনিবার এমন চিত্র ময়না থানার দক্ষিণ আনুখা মোক্ষদা বিদ্যাভবনের।

Comments :0

Login to leave a comment