UK nurses on two days strike

ব্রিটেনে দুদিনের ধর্মঘটের নার্সদের

আন্তর্জাতিক

সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বাড়ানোর হবে না মাইনে ফলে বড়দিনের আগে দুদিনের জন্য ধর্মঘটে যাবে ব্রিটেনের নার্সরা। ১০৬ বছরের ইতিহাসে এই প্রথম ব্রিটেনের নার্সরা ধর্মঘটের ডাক দিল। দি রয়াল কলেজ ওফ নার্সিংয়ের তরফে জানানো হয়েছে ১৫ ও ২০ ডিসেম্বর তারা ১২ ঘন্টা ধর্মঘট করবে। সকাল ৮টা থেকে রাত ৮ পর্যন্ত ধর্মঘট চলবে। শুধু নার্সরাই নয় ধর্মঘটে সামিল হবে জুনিয়র ডাক্তার ও অ্যাম্বুলেন্স কর্মীরা।


দি রয়াল কলেজ ওফ নার্সিংয়ের কর্মীরা জানিয়েছে সরকারের তরফে মজুরি বৃদ্ধি নিয়ে কোনও আলোচনাই করতে চাইছে না। নার্সরা ১৯% বৃদ্ধি চেয়েছিল সেখানে প্রধানমন্ত্রী ঋষি সুনক জানিয়ে দিয়েছেন মাইনে বাড়ানো সম্ভব নয়। যার ফলে ধর্মঘট ডাকা ছাড়া নার্সদের আর কোন উপায় নেই বলে জানিয়েছে দি রয়াল কলেজ ওফ নার্সিংয়ের কর্মীরা। 
ধর্মঘট ডাকলেও জরুরী ভিত্তিতে কাজ করে যাবেন নার্সরা। ট্রেড ইউয়ন আইন অনুযায়ী দি রয়াল কলেজ ওফ নার্সিংয়ের কর্মীদের জরুরী ভিত্তিতে কাজ চালিয়ে যেতে হবে।

Comments :1

  • Asutosh Roy

    15 Feb 2023 at 09:02 PM

    zscdfgrtnbntertergdfgd

Login to leave a comment