MOHUNBAGAN VS HYDERABAD

ঘরের মাঠে
হায়দ্রাবাদকে হারাল মোহনবাগান

খেলা

ISL MOHUN BAGAN HYDERABAD INDIAN FOOTBALL গোলের পরে অধিনায়ক প্রীতমের সঙ্গে হুগো

হায়দ্রাবাদ এফসিকে ঘরের মাঠে হারিয়ে লীগ টেবিলের চার নম্বরে পৌঁছে গেল এটিকে-মোহনবাগান। 

শনিবার যুবভারতীতে হায়দ্রাবাদ এফসি-কে হারিয়ে অনেকটাই অক্সিজেন পেল বাগান শিবির। আগের ম্যাচ হেরে রীতিমতো চাপে ছিলেন কোচ জুয়ান ফেরেন্দোও। ফলে এই ম্যাচ জিততেই হত সবুজ মেরুনকে। 

ম্যাচের ১১ মিনিটে  জয়সূচক গোলটি করেন হুগো বুমোস। আশিক কুরুনিয়ানের ক্রস থেকে গোল করে যান তিনি।  তবে রক্ষণভাগে  এবং গোটা মাঠ জুড়ে ভালো খেলার সুবাদে ম্যাচের সেরা নির্বাচিত হন  শুভাশিস বোস।

Comments :1

  • Innovination

    14 Feb 2023 at 11:02 PM

    hi, this is a comment

Login to leave a comment