প্রয়াত বর্ষিয়ান অভিনেতা বিক্রম গোখলে। শনিবার দুপুরে পুনের দিনানাথ মঙ্গেস্কর হাসপাতালে তাঁর প্রয়াণ হয়। হাসপাতালের তরফে জানানো হয়েছে মাল্টি ওর্গান ফেইলিওর হয়েই মৃত্যু হয়েছে বিক্রম গোখলে। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। শনিবার বাল গান্ধর্ব সভাগৃহে রাখ হবে তাঁর দেহ। সেখানে পরিবার ও তাঁর অনুগামীরা তাঁকে শ্রদ্ধা জানাতে পারবেন। শনিবার রাতে পুনের বৈকুন্ঠ শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
দিন কয়এক আগেই শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তী হয়েছিলেন তিনি। লাইফ সাপোর্টে ছিলেন। শনিবার সকালে তার চিকিৎসক জানান অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। ১৯৭১ সালে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘পারওয়ানা’ ছবিতে অভিনয় দিয়ে শুরু করেছিলেন। তারপরে দীর্ঘ ৪০ বছর হিন্দি ও মারাঠি সিনেমায় সমান দক্ষতায় অভিনয় করে গেছেন। ২০১০ সালে মারাঠি ছবি অনুমতিতে অসাধারন অভিনয়ের জন্য জাতীয় পুরষ্কার পান তিনি। সিনেমা ছাড়াও ছোট পরদায় অভিনয় করেছেন তিনি।
Comments :0